Demra, Dhaka-1361

প্রচারেই প্রসার আর প্রচারে আছে বিডি লিংক

ব্যবসায় সাফল্য লাভের মূল একটি মন্ত্র হলো ঠিকভাবে ব্যবসার প্রচারণা করা। কথায় আছে না, প্রচারেই প্রসার। ব্যবসার প্রসার তখনই হবে যখন এর প্রচারণা ঠিকমতো হবে। ব্যবসা বাণিজ্য শুরু থেকেই প্রচারণার ব্যাপারটি সাথে জড়িত। তবে আধুনিকতার যুগে এই প্রচারণার ব্যবস্থাটিও হয়ে উঠেছে আধুনিক। আধুনিক তো হতেই হবে। পুরনো জিনিস জনসাধারণ আর কত দেখবে? প্রচারণার এই আধুনিকতার নাম হলো ডিজিটাল মার্কেটিং। আর এই ডিজিটাল মার্কেটিং এর অনেক বড় একটি অংশ জুড়ে রয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। বর্তমানে ছোট বড় সব গুলো কোম্পানি তাদের ব্যবসার প্রসার ঘটাতে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংকে। বর্তমানে ডিজিটাল মার্কেটিং এ ডেটা নিয়ে অনেক কাজ হওয়ার দরুণ অনেকে এখন একে টেকনো মার্কেটিং ও বলে থাকে। যেখানে মার্কেটিং এবং টেকনোজলি মিলে এক হচ্ছে।

আর এই ডেটাভিত্তিক ডিজিটাল মার্কেটিং বড় একটা অংশ জুড়ে বর্তমানে রয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সকালে ঘুম থেকে উঠে ফেসবুকে ঢু মারা, কে মেসেজ দিয়েছে সেটা চেক করা, নিউজ ফিড দেখা এগুলো এখন আমাদের প্রতিদিনের কাজ। সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে আমাদের পদচারণা এখন জীবনের একটা অংশ। এই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্রি বাড়ানোর জন্য, ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসার জন্য যে সকল কাজগুলো করা হয়ে থাকে তাকেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও লিংকডইন ইত্যাদি। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি প্রোফাইল তৈরি করে বিভিন্ন কন্টেন্ট, চিত্র, ভিডিও আপলোড করে ফ্রি মার্কেটিং বা পেইড মার্কেটিং এর মাধ্যমে প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের প্রচারণা করা হয়ে থাকে। একেই সংক্ষেপে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলা হয়ে থাকে। বর্তমানে ৮৪% মার্কেটার তাদের পণ্য বিক্রয় করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে থাকে এবং ৫৫% ক্রেতা পণ্য ক্রয় করার জন্যে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নির্ভরশীল। এখন আমরা জানব কিছু জনপ্রিয় সোশ্যাল মিডিয়া এবং সেখানে কাজের সুযোগ গুলো সম্পর্কে… তো চলুন দেরি না করে শুরু করা যাক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *